পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে : অধ্যাপক মজিবুর রহমান

9 hours ago 3
পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ও প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতেই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কোরআন ও হাদিসের আলোকে নৈতিক জীবন গড়ে তুলতে হবে।’ সরকারের প্রতি অভিযোগ এনে তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সংকীর্ণতা, মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমতের ওপর দমনপীড়ন চলছে। এসব অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে ‘জামায়াতের সদস্য (রুকন) ষাণ্মাসিক সম্মেলন-২০২৫’। দিনব্যাপী এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে নেত্রকোনা জেলা শাখা জেলা আমির মাওলানা ছাদেক আহমদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. শামীউল হক ফারুখী এবং অঞ্চল টিম সদস্য ময়মনসিংহ ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক।
Read Entire Article