পিআর বাস্তবায়নের আগে গণভোট করা যেতে পারে : জাকসু ভিপি

1 hour ago 2
আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। পরে তিনি শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি জনগণের বৃহৎ অংশ এবং রাজনৈতিক দলের নেতারা মনে করেন যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর জরুরি, তাহলে নির্বাচন এই পদ্ধতিতে হতে পারে। আর যদি জনগণ মনে করে এর প্রয়োজন নেই, তবে আমি মনে করি পিআর পদ্ধতি চালুরও দরকার নেই। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই যোগ্যতার ভিত্তিতে দেশের সবাই যেন সুষ্ঠু রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। আমরা এমন একটি রাজনীতি বিনির্মাণ করতে চাই যেখানে দীর্ঘদিন ধরে বঞ্চিত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন সেই সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিত করবে।  
Read Entire Article