আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে বাংলাদেশের ৩০ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পাশাপাশি আরও অনেক অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটার ড্রাফটে জায়গা পেয়েছেন।
জাতীয় দলের পরিচিত মুখ মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস এবং তাসকিন আহমেদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং শরিফুল ইসলামের মতো তারকারা। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন এবং নাহিদ রানার নাম উল্লেখযোগ্য।
এবারের ড্রাফটে বাংলাদেশের বেশ কিছু ঘরোয়া ক্রিকেটারও জায়গা পেয়েছেন। শেখ মেহেদী, রিপন মন্ডল, সৌম্য সরকার, নাসুম আহমেদ এবং শামীম পাটোয়ারির মতো খেলোয়াড়রা পিএসএলের দলগুলোর নজর কাড়ার অপেক্ষায় আছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের বড় এই উপস্থিতি পিএসএলের দলগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয়ে এই তালিকা প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটাররা বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কতটা চাহিদাসম্পন্ন।
ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম।