প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সেক্রেটারি আজিজুর

2 days ago 9

যশোরের ‘প্রেসক্লাব চৌগাছা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার আজিজুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধি শ্যামল দত্ত।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব চৌগাছার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। 


কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার), সহসভাপতি বিএম হাফিজুর রহমান (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার (দৈনিক মানবজমিন ও দৈনিক স্পন্দন), এমএ রহিম (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক লোকসমাজ), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান (দৈনিক অভয়নগর), প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), সহ-প্রকাশনা আবু হানিফ (দৈনিক প্রতিদিনের কথা), সাহিত্য সম্পাদক আবু জাফর বিশ্বাস (জনতার ভোর), সহ-সাহিত্য সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল (জনবানী), ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক আমার সংবাদ), সহ-ক্রীড়া সম্পাদক নাকিব খান (দৈনিক সংগ্রাম), ধর্ম সম্পাদক আব্দুল কাদের (বাংলার ভোর), সহ-ধর্ম সম্পাদক আব্দুল কাদের (লোকসমাজ), পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক মানব কন্ঠ), সহ-পত্রিকা বিষয়ক সম্পাদক এসএ সিয়াম (দৈনিক রানার), সাংগঠনিক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল (মোহনা টিভি)।

এ ছাড়া নির্বাহী সদস্য হয়েছেন অধ্যাপক আবুল কাশেম (দৈনিক ইনকিলাব), ফখরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা) ও আব্দুল আলীম (দৈনিক আমার সময়)।

Read Entire Article