পিএসজি সমর্থকদের আচরণে কষ্ট পেয়েছিলেন মেসি ও নেইমার

1 month ago 21

আল হিলাল তারকা নেইমার জুনিয়র সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তে কাটানো সময় এবং সেখানে সমর্থকদের আচরণ নিয়ে মুখ খুলেছেন। শুধু নিজের নয়, লিওনেল মেসির ক্ষেত্রেও এই পরিস্থিতি কতটা কঠিন ছিল, সে কথাও উল্লেখ করেছেন তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) আরএমসি’র ‘বার্তোলি টাইম’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান, পিএসজিতে তার প্রথম বছর ছিল দারুণ। তিনি বলেন, ‘প্রথমে সমর্থকরা আমাকে দারুণভাবে গ্রহণ করেছিল। কিন্তু শেষ দুই-তিন বছরে পরিস্থিতি বদলে যায়। আমার সাথে যেভাবে আচরণ করা হয়েছিল, তা ন্যায়সঙ্গত ছিল না। মেসিও একই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।’

তিনি আরও বলেন,  ‘আমার ক্ষেত্রে তারা সীমা অতিক্রম করেছিল, বিশেষ করে যখন তারা আমার বাড়িতে এসেছিল। সম্পর্কটা আর সম্মানজনক ছিল না, যদিও আমি সবসময় তাদের সম্মান করেছি। শেষের দিকে এই পরিস্থিতি আমাকে কষ্ট দিয়েছে।’

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ডলারে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির হয়ে তিনি ১৭৩টি ম্যাচে ১১৮টি গোল এবং ৭৩টি অ্যাসিস্ট করেছেন। ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে মেসি পিএসজিতে যোগ দেন। দুই মৌসুমে তিনি ৭৩টি ম্যাচ খেলে ৩২টি গোল এবং ৩৪টি অ্যাসিস্ট করেন।

মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের ত্রয়ী পিএসজির হয়ে দুটি লিগ শিরোপা এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়ন জিতেছিল। নেইমার এবং এমবাপ্পে আরও তিনটি লিগ শিরোপা, তিনটি কাপ দে ফ্রান্স, দুটি কাপ দে লিগ এবং দুটি ট্রফি দেস চ্যাম্পিয়ন জিতেছিলেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাফল্য আসেনি।

পিএসজি ঘরোয়া লিগে সফল হলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের ব্যর্থতা নেইমার ও মেসির উপর চাপ বাড়ায়। ২০২৩ সালে পিএসজির প্রায় ৪০০ সমর্থক ক্লাবের সিদ্ধান্তকারীদের পদত্যাগ এবং মেসির বিদায়ের দাবি জানিয়ে বিক্ষোভ করে। সেই সময় প্রায় ১০০ সমর্থক নেইমারের বাড়ির সামনে জড়ো হয়ে ‘নেইমার, বেরিয়ে যাও’ বলে শ্লোগান দেয়।

এই পরিস্থিতি নিয়ে নেইমার বলেন, ‘ফরাসি সমর্থকদের সঙ্গে সম্পর্কটা আমার দুঃখজনক স্মৃতিগুলোর একটি। তবে আমি পিএসজির বিরুদ্ধে কোনও বিদ্বেষ পোষণ করি না। আমি এখনও তাদের সাফল্য কামনা করি।’

মেসি সরাসরি পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে কথা না বললেও, ফ্রান্সে তার দিনগুলো যে কঠিন ছিল তা স্বীকার করেছেন। ইন্টার মায়ামিতে যাওয়ার পর তিনি ইএসপিএনকে বলেন, ‘দুই বছরের কঠিন সময় পার করেছি। সত্যি বলতে, আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম।’

মায়ামিতে গিয়ে মেসি নতুনভাবে ফুটবল উপভোগ করছেন। ইন্টার মায়ামিকে তিনি ২০২৩ সালে লিগস কাপ এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিততে সাহায্য করেছেন। ২০২৫ সালে তার চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও, আরও এক বছর বাড়ানোর ব্যাপারে তিনি আশাবাদী।

Read Entire Article