বগুড়ার আদমদীঘিতে পিকনিকে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির একপর্যায়ে আজিজার রহমানের (৫৬) নামের সাবেক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামে রাস্তার পাশে মেজবাহুল, হিরো, রাঙ্গা, সাদ্দাম, লিটনসহ প্রায় ৩০ জন কিশোর ও যুবক মিলে পিকনিকের রান্না করছিলেন। এসময় সাবেক ইউপি মেম্বার আজিজার রহমানসহ বেশ কয়েকজন সেখানে গিয়ে তাদের কাছে পিকনিকের উদ্দেশ্য জানতে চান। এরপরই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রান্না করা খাবার মাটিতে পড়ে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় অসুস্থ হয়ে পড়েন আজিজার রহমান। পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা রানা ইসলাম জানান, প্রতিপক্ষরা আজিজার রহমানকে আঘাত করেন এবং স্থানীয় বিএনপি অফিসে হামলা চালান। খবর পেয়ে রাতেই আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজিজার রহমানের ছেলে নাইম হোসেনেরও দাবি, তার বাবা প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন।
পিকনিকে অংশ নেওয়া মেজবাহুল জানান, পিকনিকের আয়োজকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় আজিজার রহমান অসুস্থ হয়ে পড়েন। তবে মারধর করা হয়নি।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আজিজার রহমানের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এসআর/এমএস