পিলখানা হত্যাকাণ্ড ও শীর্ষ নেতাদের ফাঁসিতে পাশ্ববর্তী দেশের সংশ্লিষ্টতার অভিযোগ
পিলখানা হত্যাকাণ্ড এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসির ঘটনায় পাশ্ববর্তী একটি দেশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা উত্তর ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় আজমপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় আতাউর রহমান সরকার বলেন, পাশ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং অনেককে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনেও পাশ্ববর্তী রাষ্ট্র জড়িত ছিল। তিনি বলেন, ২০১০ সালে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের আটক করে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, যা ইতিহাসের একটি কালো অধ্যায়। নারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার প্রদান করবে। এর মাধ্য
পিলখানা হত্যাকাণ্ড এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসির ঘটনায় পাশ্ববর্তী একটি দেশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা উত্তর ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় আজমপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় আতাউর রহমান সরকার বলেন, পাশ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং অনেককে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনেও পাশ্ববর্তী রাষ্ট্র জড়িত ছিল।
তিনি বলেন, ২০১০ সালে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের আটক করে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, যা ইতিহাসের একটি কালো অধ্যায়।
নারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার প্রদান করবে। এর মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উত্তর ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন নির্বাচন পরিচালক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা জামায়াত আমীর মোরশেদুল আলম, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সমন্বয়ক এম. এ. মামুন শহীদ বাতেন, বাংলাদেশি বংশধর জার্মান নাগরিক দেলোয়ার হোসাইন সিদ্দিকী রুবেল এবং বাংলাদেশি বংশধর ব্রিটিশ নাগরিক জামাল ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?