পীরগাছা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার

12 hours ago 5

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার অনন্তরাম বড়বাড়ির নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। 

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গাঁ ঢাকা দিয়েছিলেন। পরে কিছুদিন উপজেলা পরিষদে অফিস করতে দেখা যায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব প্রত্যাহারের পর আবারও গাঁ ঢাকা দেন।

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Read Entire Article