প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২শে ডিসেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন প্রতিনিধি রয়েছেন। এই সদস্যরা জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং উন্নয়নের জন্য একত্রে কাজ করবেন।
জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে এবং ঐতিহাসিক বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে সামনে রেখে এই সংগঠন তার কার্যক্রম শুরু করেছে। পুনাবের মূল উদ্দেশ্য হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা।
সংগঠনের লক্ষ্য হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করা, নেতৃত্ব বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক এবং জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
পুনাব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসআইটি/এএসএম