পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

1 month ago 10

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, মোহাম্মদ রোকন (১৪), মোহাম্মদ তামিম (১২), মোহাম্মদ রিপন (৩৫), চাঁদনী আক্তার (২৮) ও আয়েশা (১)।

তাদের জাতীয় বার্নে নিয়ে যাওয়া প্রতিবেশী জাকির হোসেন জাগো নিউজকে জানান, কাগজিটোলার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিলে চিকিৎসক ভর্তি দেন।

তিনি জানান, পরিবারটি ওই বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছিল। রাতে ঘরে থাকা সিলিন্ডার গ্যাস হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রিপন পেশায় ভ্যানচালক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জাগো নিউজকে জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিফেনসিভ ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এমকেআর

Read Entire Article