পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেতাকে দেখা যায়। তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার কাজিম হিসেবে দাবি করা হয়েছে। তিনি বলেছেন, ‘আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন।’
ভিডিওতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররাম অঞ্চলে হওয়া এক হামলার কিছু দৃশ্য দেখানো হয়। টিটিপি ওই হামলায় ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে দাবি করেছে; তবে সেনাবাহিনী নিহতের সংখ্যা ১১ জানিয়েছে। ক্লিপে জব্দ করা গোলাবারুদ ও ধ্বংসস্তূপও দেখা যায়।
কমান্ডার কাজিম ভিডিওতে আরও কটূক্তিমূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন, সরাসরি আমাদের সঙ্গে লড়াই করুন।
পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে কাজিমকে ধরতে ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে। সামরিক ও নিরাপত্তা সূত্ররা বলছে, ঘটনাটির ফরেনসিক যাচাই চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি