মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছে মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান- এমন অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে গত ২১ জুন সেপাং জেলার মারিয়াম্মান মন্দিরে। যা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত। ওইদিন মন্দিরে একা গিয়েছিলেন লিশাল্লিনি।
অভিযুক্ত পুরোহিতের খোঁজে তল্লাশি শুরু করেছে সে দেশের পুলিশ। লিশাল্লিনি... বিস্তারিত