পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

23 hours ago 8

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে জসিম উদ্দিন মোড়ল (৪৫) এক ব্যক্তির নিখোঁজ হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মশাখালী মুখী ব্রিজ ঘাট সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে। 

নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিরা হলেন- মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে জসিম মোড়ল, কামাল কাইয়ার ছেলে ফাহিম কাইয়া এবং সোহেল ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় সূত্রধর বাড়ি শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান পাগলা থানা পুলিশের একটি দল। পুলিশ দেখে ভয়ে নদীতে তিনজন ঝাঁপ দেয়। নদী থেকে দুইজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও একজন পানিতে তলিয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যমতে সুতিয়া নদীতে তিন যুবক পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেয়। এ সময় দুইজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও জসিম মড়ল নামের এক যুবক পানিতে তলিয়ে যায়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধার অভিযানে নেমে রাত ৭টায় স্থগিত ঘোষণা করেন। নিখোঁজ জসিম উদ্দিনের মরদেহ উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। 

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলমকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

Read Entire Article