রাজবাড়ীর পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালানো এজাহারনামীয় সেই আসামি সজীব শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকা জেলার সাভার মডেল থানার চাপাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সজীব শেখ উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তার সজীব শেখ একটি মারামারি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। এ সময় সজীব পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তারপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। বৃহস্পতিবার সকালে ঢাকা সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সজীব পুলিশকে গুলি করে বা ফাঁকা গুলি করে পালিয়েছিল কি না? আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কিছু জানতে পেড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মুঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় কোনো অস্ত্র উদ্ধার নেই বলে জানান ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
উল্লেখ, গত আগস্ট মাসে চাঁদা না পেয়ে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের মারুফ হোসেন সুমনকে মারধর করে সজীব। পরে সুমনের বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করে। এজাহারনামীয় সেই মামলায় সজীব শেখ ২ নম্বর আসামি।