পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা : সারজিস 

2 weeks ago 12

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছর খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছিল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এককভাবে ১৬ বছর চেষ্টা করে কেউই সফল হতে পারেনি। কিন্তু সব জুলুম অত্যাচারের পর যখন দল, মত, বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছি; তখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, পুলিশকে ব্যবহার করছে খুনি শেখ হাসিনা। সাধারণ মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে জেলে নিয়েছে, খুন করেছে, গুম করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক শারমিন ইসলাম। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

Read Entire Article