পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

2 hours ago 5
বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।  বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়ার ক্যাম্পের একটি দল।  রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।  বুধবার গভীর রাতে র‌্যাব-১২ বগুড়া  ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এটিসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  র‌্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।   এর আগে ৪ অক্টোবর সন্ধ্যা পৌনে আটটার দিকে শিবগঞ্জ থানার ভোলাখা চক এলাকায় তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানা আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article