ঢাকার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. উজ্জ্বল মিয়া (৩৫) নামে প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া চাকরির নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।