পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজিকে বদলি

2 months ago 9

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের আরআরএফের কমান্ড্যান্ট আলি আকবর খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চট্টগ্রামের ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শামসুল হককে সিআইডি, ঢাকার এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডি ও সিআইডিতে কর্মরত রুমানা আক্তারকে আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজিকে বদলি

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কেআর/এমআইএইচএস/এমএস

Read Entire Article