পুলিশের বাসে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

2 months ago 41

বাসের টিকিট না পাওয়ায় শতাধিক কর্মজীবী যাত্রীদের পুলিশের দুটি বাসে ঢাকায় ফেরার ব্যবস্থা করলেন নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন। এসব কর্মজীবী মানুষ ঈদের ছুটিতে নাটোরে এসেছিলেন।

শনিবার (১৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন তিনি।

পুলিশের বাসে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই অসংখ্য কর্মজীবী মানুষ নাটোর থেকে ঢাকায় ফেরার জন্য নাটোর বাস টার্মিনালে ভিড় জমান। কিন্তু টিকিট না পেয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েন নারী-শিশুরা। ট্রাকে করেসহ যে যেভাবে পারেন ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েন। এ অবস্থায় নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইনের নির্দেশে পুলিশের দুটি বাসে শতাধিক যাত্রীদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন। এসময় তিনি নিজে উপস্থিত থেকে যাত্রীদের বাসে উঠতে ও সিটে বসতে তদারকি করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, মানবিক কারণে জেলা পুলিশের দুটি বাসে কর্মজীবী মানুষদের ঢাকায় ফিরতে ব্যবস্থা করেছেন তিনি।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

Read Entire Article