পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক দুই
মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি ১টি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগজিন এবং ২২ রাউন্ড গোলাসহ মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালীন অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিন (৩৮) নামের দুই জনকে আটক করে। এ সময় বাংলাদেশ পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগজিন, ২২ রাউন্ড গোলা, ১টি দেশীয় দা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।