ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির সঙ্গে সীমান্তে পাহারায় ছিল গ্রামবাসী।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৩টা থেকে বিজয়নগরের বিষ্ণুপুর বিওপি, সিঙ্গারবিল বিওপির অধিনস্থ নয়াবাদী ও নলগড়িয়া এলাকায় পাহারা চলে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বিবিসির সংবাদ অনুযায়ী ভারতের আগরতলায় মানুষ নিয়ে আসা হয়েছে বাংলাদেশে পুশইন করতে। যেহেতু আমাদের সীমান্ত কাছাকাছি, তাই পুশইন হতে পারে এমন শঙ্কা ছিল। আমাদের টহল জোরদার করা হয়েছে। আমরা পুশইন কোনোভাবেই করতে দেবো না।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে স্থানীয় সাধারণ জনগণ নিজ উৎসাহে সীমান্তে পাহারায় অংশগ্রহণ করেছিলেন। সবাই সারারাত সতর্ক ছিলেন। তবে পুশইন করা হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস