পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’। মাল্টিপ্লেক্সে দর্শক টানতে না পারলেও গতকাল ১৩ জুন থেকে ছবিটি দেখানো হচ্ছে ফাইভ স্টার সিনেমা হলে। গত ৭ জুন ঈদের দিন থেকে ১২ জুন পর্যন্ত এই হলেই দেখানো হয় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।
ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়। ‘তাণ্ডব’ সরিয়ে কেন হঠাৎ চালানো হলো ‘টগর’? সিনেমা দেখতে এসে হতবাক দর্শকেরাও। জল্পনা-কল্পনা কাটিয়ে আজ (১৪ জুন) শনিবার দুপুরে জানা গেল ছবি সরানোর কারণ।
‘টগর’ ছবির অভিনেত্রী পূজা চেরি ফেসবুকে পোস্ট করেছেন, ‘দেখা হচ্ছে হ্যাশট্যাগ টগর’। ওই পোস্টে পূজা ‘টগর’ সিনেমার পোস্টার সম্বলিত একটি ফটো কার্ড ব্যবহার করেন। সেখানে লেখা ‘আজ বিকেল ৩টার শোতে “টগর” টিম থাকছে দেলুয়াবাড়ি, নওগাঁ ফাইভ স্টার সিনেমা হলে। দেখা হচ্ছে নওগাঁর সিনেমাপ্রেমী দর্শকদের সাথে।’ তবে কি কেবল ছবির নায়িকা পূজা যাবেন বলেই এই আয়োজন?
ঘটনা জানতে যোগাযোগ করা হলে ফাইভ স্টার সিনেমা হলের অপারেটর সোহেল রানা বলেন, ‘পূজা চেরি সশরীরে এখানে আসছেন বলেই “তাণ্ডব” সিনেমাটি সরিয়ে ফেলেছি। দর্শকরা এখন “টগর” সিনেমা উপভোগ করছেন। পূজা চেরির ভক্তরা হলের চারপাশে ব্যাপক ভিড় জমিয়েছে।’ বিকেল ৫টার পরও পূজা চেরি ওই সিনেমা হলে পৌঁছাননি। তিনি কি সত্যিই সেখানে যাবেন? সোহেল রানা বলেন, ‘পথে কিছুটা দেরি হলেও তিনি আসবেন।’
এএইচআরএন/আরএমডি/জিকেএস