পূর্বাচল থেকে আবারও গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে আবারও অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী কালবেলাকে বলেন, সোমবার সকাল ৮টার দিকে গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গলাকাটায় ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ছুরি দুটি নারীর গলাকাটায় ব্যবহৃত হয়েছে। এখনও লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে। পুলিশ লাশের নাম-পরিচয় জানার চেষ্টা করছে।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে এক তরুণী ও তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কয়েক টুকরা করা এক ব্যবসায়ীর লাশও পাওয়া যায় লেকে। কিছুদিন ধরে পূর্বাচল থেকে একের পর এক লাশ উদ্ধার করছে পুলিশ। পূর্বাচল এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।