পেনাল্টি মিসের দোষ রেফারির ঘাড়ে চাপালেন ম্যানইউ অধিনায়ক

7 hours ago 3
ফুলহ্যামের মাঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের সামনে। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গোলকিপারের সামনে বল পাঠালেই দলকে এগিয়ে নিতে পারতেন তিনি। কিন্তু ক্র্যাভেন কটেজে সেই পেনাল্টি উড়িয়ে দেন ইউনাইটেড অধিনায়ক। ফার্নান্দেজ পরে দাবি করেন, তার মিসের পেছনে বড় ভূমিকা ছিল রেফারি ক্রিস কেভানাহর আচরণের। স্প্যানিশ মিডিয়াকে তিনি জানান, শট নেওয়ার ঠিক আগে কেভানাহ তার সঙ্গে ধাক্কা খান এবং অতিরিক্ত দেরি করছিলেন। এতে তিনি বিভ্রান্ত ও "ট্রিগার্ড" হয়ে যান। কিন্তু আফসোসের বিষয়—রেফারি এ ঘটনার জন্য কোনো ক্ষমা চাননি। ব্রুনো স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি খুব বিরক্ত হয়েছিলাম। একজন পেনাল্টি নেয়ার মানুষ হিসেবে আমার নিজস্ব রুটিন আছে। রেফারি ক্ষমা না চাওয়ায় সেটি ভেঙে যায়। তবে এটিকে আমি অজুহাত বানাতে চাই না। সত্যি বলতে আমি খারাপ শট নিয়েছিলাম, পায়ের নিচ দিয়ে বেশি তুলে ফেলেছিলাম, তাই বল বারপোস্টের ওপর দিয়ে চলে যায়।’ ইউনাইটেড কোচ রুবেন আমোরিমও ম্যাচশেষে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলছিলাম, কিন্তু মিস করা পেনাল্টি দলের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। ব্রুনোর ওপর দায়িত্ব এত বেশি যে মুহূর্তটা তার আনন্দ কেড়ে নিয়েছে। তবে এখন সামনে এগোতে হবে।’ শেষ পর্যন্ত রদ্রিগো মুনিজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু এমিল স্মিথ রোয়ের সমতায় ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। আগামী বুধবার কারাবাও কাপে লিগ টু-এর ক্লাব গ্রিমসবির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে জয় পেয়ে মৌসুমে প্রথম সাফল্য পাওয়ার আশায় থাকবে ব্রুনো-আমোরিমের দল।
Read Entire Article