প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

2 hours ago 2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বি। তার প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদ শূন্য রাখে গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। তবে প্যানেলে পদটি শূন্য রাখা হলেও সংগঠনটিরই এক নেতা স্বতন্ত্রভাবে এই পদে লড়ছেন।

২০২৪ সালের ১৫ জুলাই আহত হন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রী সানজিদা আহমেদ তন্বি। ওই দিন তার চোখের চশমা ভেঙে রক্তাক্ত অবস্থার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছিল, যা পরবর্তীতে আন্দোলনকে আরও বেগবান করে তোলে। সেই সানজিদা আহমেদ তন্বিই ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে বাগছাস, ছাত্রদলসহ ৬টি প্যানেল এ পদে কোনো প্রার্থী দেয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাজেদুর রহমান স্বতন্ত্রভাবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করে মাজেদুর রহমান কালবেলাকে বলেন, সংগঠনের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে। সংগঠনের কাউকে এই পদে মনোনয়ন দেওয়া হয়নি। আমি স্বতন্ত্রভাবেই এই পদে প্রার্থীতা করছি। 

সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন কিনা- জানতে চাইলে মাজেদুর রহমান পদত্যাগ করেননি বলে জানান।

তবে বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার কালবেলাকে জানিয়েছেন এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কেউ দাঁড়ালে সেটি ব্যক্তিগত।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তন্বীর জন্য পদ খালি রাখার ঘোষণা দিয়ে আব্দুল কাদের বলেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ‘গবেষণা ও প্রকাশনা’ বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
 

Read Entire Article