প্যারামাউন্টের মুনাফায় উন্নতি, কর্ণফুলী ইন্স্যুরেন্সের অবনতি

3 months ago 64

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফায় উন্নতি হয়েছে। বিমা খাতের আর এক প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুনাফায় অবনতি হয়েছে।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার প্রতি মুনাফা করেছে এক টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ১৩ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৫ পয়সা বেড়েছে।

কোম্পানিটির দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৩ পয়সা, যা ২০২৪ সালের মার্চ শেষে ছিল ২৭ টাকা ৮৫ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল এক টাকা এক পয়সা।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ার প্রতি মুনাফা করেছে ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৬৪ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা দুই পয়সা কমেছে।

কোম্পানিটির দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৭ পয়সা, যা ২০২৪ সালের মার্চ শেষে ছিল ২২ টাকা ২৪ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫৩ পয়সা।

এমএএস/এমএএইচ/এএসএম

Read Entire Article