প্যারিসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বইমেলা

2 weeks ago 10

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা। শনিবার (১৬ আগস্ট) সকালে প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসের মেরীর হলে এ মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে এক অনন্য পাঠক-লেখক, প্রকাশক ও বই প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় প্যারিস। বাংলা বইকেন্দ্রিক এ মেলার উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেড।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ সাহিত্য ও কমিউনিটি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি।

মেলায় ছিল লেখক আড্ডা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং দেশীয় খাবারের স্টল। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বইপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, লেখক ফৌজিয়া খাতুন রানা, সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, আব্দুল কাইয়ুম, নিয়াজ আহমেদ জুয়েল, কাব্য কামরুল, সালেহ আহমেদ, ফটোসাংবাদিক ফরিদ আহমদ রনি, সংগীতশিল্পী আরিফ রানা ও কুমকুম রানা।

এছাড়া উপস্থিত ছিলেন আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম ও রানা তাসলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদুল হক স্বপন, প্যারিস টাইমসের সম্পাদক সালাহ উদ্দিনসহ অসংখ্য প্রবাসী বাঙালি অনুষ্ঠানটি উপভোগ করেন।

এছাড়া বইমেলায় উন্মোচন করা হয় লেখক হাসানুজ্জাম রিপনের ‘বলাবাহুল্য’ এবং ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘প্যারিসের ছবি’।

দিনব্যাপী আয়োজনে বইপ্রেমীদের সরব অংশগ্রহণ প্রবাসে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত প্রকাশ করেন অতিথিরা। বক্তারা প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে একমত হন।

তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয় বরং প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে।
সন্ধ্যায় কবিতা আবৃত্তি, গান ও মুক্ত আলোচনা পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, মিলনমেলা ও বাঙালি ঐতিহ্যের অনন্য রঙ।

এমআরএম/এএসএম

Read Entire Article