প্রকাশনার উন্নয়নে ঢাবির প্রেসকে আরও কার্যকর করতে চাই: উপাচার্য

3 months ago 13

প্রকাশনা কার্যক্রমের উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রেসকে আরও কার্যকর করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। ঢাবির প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সোমবার (১২ মে) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের এক দশক পূর্তি অনুষ্ঠান হয়। এতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের বিষয়গুলোকে শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে নিয়াজ আহমদ খান বলেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়সমূহের প্রেসগুলো বিভিন্ন গবেষণামূলক প্রকাশনার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকাশনা কার্যক্রমের উন্নয়নে আমরাও বিশ্ববিদ্যালয়ের প্রেসকে আরও কার্যকর করতে চাই।

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রেসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 উপাচার্য

বিভাগীয় চেয়ারপার্সন শিল্পী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত লেকচার সিরিজের উদ্বোধনী পর্বে ‘প্রকাশনার হালচাল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সুধাংশু শেখর রায় স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভাগের খণ্ডকালীন শিক্ষক বিমল গুহকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এফএআর/এমআইএইচএস/এমএস

Read Entire Article