প্রকাশ্যে ধূমপান : মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা

3 weeks ago 18

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামদ হাসানকে সড়কের পাশের একটি খাবারের দোকানে (স্ট্রিটফুড স্টল) বসে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা করেছে দেশটির প্রশাসন। 

বুধবার (১৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী দিজুলকেফলি আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী তার পোস্টে জানান, এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে অবহিত করা হয়েছে। মোহামদ হাসান নিজেই দুঃখ প্রকাশ করেছেন এবং জরিমানা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এনডিটিভি।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ৫ হাজার রিংগিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা) জরিমানার বিধান রয়েছে। তবে, পররাষ্ট্রমন্ত্রী কত রিংগিত জরিমানা দেবেন তা এখনো নির্ধারণ করা হয়নি।

সম্প্রতি, মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে সফরে যান মোহামদ হাসান। সেখানে একটি স্ট্রিটফুড স্টলে বসে ধূমপান করছিলেন তিনি। এ সময় কোনো এক ব্যক্তি তার ধূমপানের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং মালয়েশিয়ার নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোহামদ হাসান তার কাজের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তিনি আইন মেনে চলার গুরুত্ব বুঝেছেন এবং জরিমানা পরিশোধ করবেন।

মালয়েশিয়ায় আইনপ্রয়োগে উচ্চপদস্থ ব্যক্তিদেরও ছাড় না দেওয়ার এই ঘটনাটি দেশটির সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে, এ ঘটনার মাধ্যমে ধূমপানের ওপর কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের গুরুত্বও নতুন করে আলোচনায় এসেছে।

Read Entire Article