প্রকাশ্যে ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

3 months ago 38
প্রকাশ্যে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য পরে অতিরিক্ত পুলিশ এসে ওই যুবককে আটক করে। জানা গেছে, সুলতান নামের এক যুবক মদ্যপ অবস্থায় হাতে লোহার রড নিয়ে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাচ্ছিলেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সুলতানের হাত থেকে লোহার রড কেড়েও নেন তারা। কিন্তু পরক্ষণেই ছুরি বের করে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেন। সুলতান ফুটপাথেই থাকেন। তার ব্যাপারে আরও খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই পার্থ চাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাজি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শনিবার (৭ জুন) রাতে ভারতের কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় ঘটনাটি ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ের’। পুলিশ জানিয়েছে, সুলতানের কর্মকাণ্ডে ভয় পেয়ে যান স্থানীয়রা। রাস্তায় হুড়োহুড়ি পড়ে য়ায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছায়। এ সময় ধ্বস্তাধ্বস্তিতে সুলতানও আহত হন। পুলিশ তাকে আটক করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।  কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Read Entire Article