প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

2 months ago 6
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে, তাদের আত্মত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়; তা পূর্ণতা পাবে জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই শহীদ মিনারে দাঁড়িয়ে একটি নতুন রাজনৈতিক ইশতেহার ঘোষণা করছি, যা গণতন্ত্র ও জনগণের শাসনের পবিত্র অঙ্গীকারে পরিণত হবে।  শনিবার (৫ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে জেএসডি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বপন বলেন, রাষ্ট্র জনগণের রক্ষাকবচ হবে, নিপীড়নের অস্ত্র নয়। রাষ্ট্র পরিচালিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক নীতিতে। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে অংশীদারিত্বের গণতন্ত্র। প্রজাতন্ত্র কেবল একটি শব্দ নয়, এটি প্রতিদিনের নৈতিক চর্চা। শহীদদের এই রক্ত আমাদের ঋণ নয়, এই রক্ত আমাদের দায়িত্ব। এই শহীদ মিনার শুধু আমাদের ইতিহাস নয়, এটি আমাদের ভবিষ্যৎ। আমরা শাসন চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা চাই, জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ভিত্তিক বাংলাদেশ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেএসডির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জেএসডির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের নেতা কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলালসহ আরও অনেকে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, একেএম মিজান উর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
Read Entire Article