প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা, পশুহাট টোল ফ্রি ঘোষণা বিএনপির

2 weeks ago 14

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তালা লাগান তারা। এছাড়া যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা, পশুহাট টোল ফ্রি ঘোষণা বিএনপির

এ ঘটনার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘর ভাঙচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবাপ্রত্যাশীদের বের করে দেন এবং পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা।

এসময় যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে ও বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা পরিষদের সচিব ও গ্রামপুলিশ সদস্যদের বের করে গেটে তালা লাগান। তবে তালা লাগানো ছবি গণমাধ্যমকর্মীদের তুলতে বাধা দেন তারা।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পরিষদ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। তাদের এই অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।’

পরিষদে তালা লাগানো ও হাটের টোল ফ্রি করার ঘটনা স্বীকার করেছেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবে না। হাটে কেউ টোল তুলতে পারবেন না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, ‘প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে। তবুও বিএনপির নেতাকর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র রোববার দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা, পশুহাট টোল ফ্রি ঘোষণা বিএনপির

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ফোনে বলেন, ‘গতকাল ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে কিছুই জানি না। পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।’

ঘটনাস্থলে থাকা কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে পরিষদ ভবনে তালা ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার সু্ষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।

আল-মামুন সাগর/এসআর/জিকেএস

Read Entire Article