প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

2 hours ago 4

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বহুদিন ধরেই বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবার সিপিএলে নাম লিখলেন এক অনন্য মাইলফলকে। ব্যাট হাতে ৭ হাজার রানের পাশাপাশি বল হাতে ৫০০ উইকেট— দুই মাইলফলক একসঙ্গে স্পর্শ করা প্রথম ক্রিকেটার এখন সাকিব।

রোববার (২৪ আগস্ট) সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে বল হাতে এসে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড।

এরপর থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে। কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে ফিরিয়ে নেন পরপর, সেই সঙ্গে ওভারটি শেষ করেন মাত্র ২ রান খরচ করে।

মোট দুই ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। তার এই দারুণ স্পেলের কল্যাণে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৩৩ রান। অ্যান্টিগার সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে সাকিব আল হাসান। তার সঙ্গে সালমান ইরশাদ, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার নিয়েছেন একটি করে উইকেট।

টি-টোয়েন্টিতে কেবল উইকেটের হিসাবে দেখলেও, বিশ্বের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেট পেলেন সাকিব। তবে ব্যাটে ৭ হাজার রান ও বলে ৫০০ উইকেট— এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে অনন্য উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

Read Entire Article