প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় ২০ হাজার অনুপস্থিত, বহিষ্কার ৪৩

2 months ago 4
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ১ম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট অনুপস্থিতি ১৯ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৫০ জন।  মোট ৪৩ জন বহিষ্কার হয়েছে। এর মধ্যে  ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ জন।
Read Entire Article