প্রথম দিনেই লিডে চট্টগ্রাম-সিলেট

2 months ago 36

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঞ্চটা প্রস্তুত ছিল। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা এসেও যোগ দিলেন। জাতীয় দলের এক সময়ের সতীর্থ ইমরুল কায়েসের লাল বল থেকে অবসর বলে কথা। সংবর্ধনার মধ্য দিয়ে ইমরুলের বিদায়কে স্মরণীয় করে তোলেন তারা। তবে নিজের শেষ বেলায় ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন ইমরুল। তার দল খুলনা বিভাগও সে ব্যর্থতাকেই যেন টেনে নিল। ৫০ ওভারও টেকেনি তারা। তবে অপর ম্যাচগুলোর মধ্যে লিড পেয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

ঢাকার বিপক্ষে মিরপুরে আগে ব্যাটিং পাওয়া খুলনা ১৭২ রানে গুটিয়ে যায়। মোহাম্মদ মিঠুনের ৬৯ রানেই মেলে এমন পুঁজি। ইমরুল ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ১৬ রানের ইনিংস। পরে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ঢাকা। খুলনাতে ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট বিভাগ। নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা বোলিং তোপে ১৩০ রানে আটকে যায় তারা। একাই ৪ উইকেট নেন নাসুম। তিনটি করে নেন খালেদ ও রাজা। পরে ২ উইকেটে ১৩৭ রান তোলে সিলেট। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক অমিত হাসান প্রথম দিন শেষে ৫১ রানে অপরাজিত ছিলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিড পেয়েছে চট্টগ্রামও। আগে ব্যাটিং করে রাজশাহীকে ১১২ রানে আটকে দেয় তারা। একাই পাঁচ উইকেট নেন পেসার ফাহাদ হোসেন। পরে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রাম তোলে ১৭৩ রান; ৬১ রানের লিড পায় চট্টগ্রাম। রাজশাহীতে আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ২৬৬ রান তোলে বরিশাল বিভাগ। ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইফতেখার হোসেন।

Read Entire Article