প্রথম দেখায় ছবিতে কী দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে আপনার স্বভাব-বৈশিষ্ট্য কেমন

2 months ago 7
মানুষের চারিত্রিক প্রকৃতি অনেকটাই তার অবচেতন মনের প্রকৃতির ওপর নির্ভর করে। আমরা যেসব বিষয় সচেতনভাবে ভাবি না, সেগুলোই অবচেতন মনে অত্যন্ত যত্নে স্থান করে নেয়। আমাদের দৈনন্দিন জীবন কেবল সজাগ, সচেতন মন, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা বা সহজাত প্রবৃত্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। অনেক ক্ষেত্রেই এসব অবচেতন মন নিয়ন্ত্রণ করে। নতুন প্রজন্মের প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। অনেকে অপটিক্যাল ইলিউশন ছবি ও ভিডিও দেখতে পছন্দ করেন। এগুলো সবার কাছে ইতিবাচক হিসেবে গৃহীত। একটি ছবি বা ভিডিওর একাধিক অর্থ বা উত্তর থাকে। মনোবিদদের মতে, দৃষ্টিভ্রম ছবি-ভিডিও দেখে উত্তরের ভিত্তিতে ব্যক্তিত্ব ও স্বভাব জানা যায়। একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি দুই ভাগে বিভক্ত, যেখানে একাধিক বিষয়বস্তু রয়েছে। প্রথমে আপনি যা দেখেন, তা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে বলে দাবি করা হয়। প্রথম দেখায় গাছ ও সূর্যাস্ত দেখলে : ছবিতে প্রথমে গাছ ও সূর্যাস্ত দেখলে আপনি গভীর স্বজ্ঞাত ব্যক্তি। আপনি অন্যদের মেজাজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। আপনার উচ্চ মানসিক বুদ্ধিমত্তা অন্যদের প্রতি সহানুভূতিশীল করে। এটি অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। প্রথম দেখায় বিড়াল দেখলে : ছবিতে প্রথমে বিড়াল দেখলে আপনি জীবনে সংকল্পবদ্ধ ও মনোযোগী ব্যক্তি। আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গভীর মনোযোগ আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করে। আপনার দৃঢ় ইচ্ছাশক্তি সাফল্যের পথে এগিয়ে নেয়। দৃষ্টিভ্রম ছবি-ভিডিওর উত্তরের ভিত্তিতে ব্যক্তিত্ব ও স্বভাব বিশ্লেষণ সাধারণ ধারণার ওপর নির্ভর করে। এগুলোকে জীবনে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ, এর ফলাফল সবসময় ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় না। অনেক ক্ষেত্রে ফলাফল অস্পষ্টও থাকতে পারে।
Read Entire Article