প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, কৃষক লীগ নেতা গ্রেপ্তার

1 day ago 14

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেউতি বাজার থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম জামিউল ইসলাম মুকুল। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।  

থানা সূত্রে জানা গেছে, জামিউল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।  

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Read Entire Article