প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কারা থাকছেন

5 months ago 29

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজও বৈঠকে বসছে আটটি রাজনৈতিক দল ও সংগঠন। রোববার (২৫ মে) বিকেল ৫টা ও ৬টায় এ বৈঠক হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আরও পড়ুন:

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের,মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের। পৃথক পৃথক বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচনী রোডম্যাপের মতো ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়।

এমইউ/এসএনআর/এমএস

Read Entire Article