প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

1 day ago 6

চট্টগ্রামে ছুরিকাঘাতে আকিব হোসেন নামে এক প্রবাসী খুনের ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার জের থাকতে পারে।

রোববার (৭ সেপ্টেম্বর) চান্দগাঁও থানা এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন— নিহত প্রবাসীর স্ত্রী পুষ্প (২৫) ও স্ত্রীর বন্ধু সাইফুল।

এর আগে শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন, থাকতেন চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায়।

পুলিশের ভাষ্য, সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। প্রাথমিক তদন্তে জানা যায়, দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিল। গত (শনিবার) রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এসময় তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে। 

একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধ্বস্তাধ্বস্তিতে সাইফুলও আঘাত পান। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুমন কালবেলাকে বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে আকিবের লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অপরদিকে আহত সাইফুলকেও আটক করা হয়েছে। পুষ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত প্রবাসীর মা আটক সাইফুল ও পুষ্পার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

Read Entire Article