প্রবাসী সাংবাদিক মতিউর মুন্নাসহ ৩ জনকে সংবর্ধনা

2 weeks ago 17

গ্রিস প্রতিনিধি

গ্রিসপ্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মহিবুর রহমান চৌধুরী তছনু এবং যুক্তরাজ্যের বার্মিংহামের ব্যবসায়ী ছোটন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেসক্লাব।

বুধবার রাতে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন:

এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আলমগীর মিয়া, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য- কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান, আশাহিদ আলী আশা, এমএ মুহিত, সদস্য শওকত আলী, মো. আবু তালেব, এম এ মুজিবুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, ইকবাল তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, স্বপন রবি দাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহতাব মিয়া বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে এবং তাদের কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন। তারা প্রবাসীদের প্রতি যে, সম্মান প্রদর্শন করে যাচ্ছেন এ জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাহতাব মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নবীগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এমআরএম

Read Entire Article