প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক

2 months ago 34

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেড়টি দশক এ রাষ্ট্রকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। দেশকে নতুনভাবে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইলস্থ আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকা, মশার ওষধ এবং খাবার স্যালাইনে ভেজাল করেছে। নিম্নমানের ওষধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটুও কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিল না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে যেত না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণে এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।

তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা ওঁৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দিবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্রজনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহীদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

আইডিইবির অন্তর্বর্তী আহ্বায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

Read Entire Article