প্রস্তুতিতে ঘাটতি, কোচের মন্তব্য নিয়ে যা বললেন শান্ত

2 hours ago 3

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে খেলায় ব্যস্ত। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওয়ানডে সিরিজ খেলছেন না, বা খেলেননি। সবাই প্রায় ৬ সপ্তাহ মেতে ছিলেন ঘরের মাঠে বিপিএল নিয়ে।

বলার অপেক্ষা রাখে না, খেলাটা সাদা বলেরই। কিন্তু ফরম্যাট ভিন্ন। ২০ ওভারের সঙ্গে ৫০ ওভারের খেলার আকার, পরিধি, গতি-প্রকৃতি সব ভিন্ন।
সেই অর্থে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ৫০ ওভার ফরম্যাটের চেয়ে ২০ ওভারের প্রভাব থাকছে বেশি।

ক্রিকেটাররা ২০ ওভারের ধুন্ধুমার, মার-মার কাট-কাট টি-টোয়েন্টি খেলেই নিয়েছেন ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। দৈর্ঘ্য-পরিধিতে ওয়ানডে ক্রিকেট টি-টোয়েন্টির প্রায় ৩ গুণ। ধরন ও মেজাজ, অ্যাপ্রোচ এবং অ্যাপ্লিকেশনটা একদমই ভিন্ন।

৫০ ওভারের ফরম্যাট হচ্ছে গাণিতিক ক্রিকেট। সেখানে আক্রমনাত্মক মেজাজের সঙ্গে হিসেব নিকেশ, বুদ্ধির প্রয়োজনীয়তা বেশি। কাজেই দায়িত্ব-কর্তব্যটাও অনেক ভিন্ন।

সে আলোকে চিন্তা করলে বলাই যায়, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ও অন্য ফরম্যাট খেলে। গত ৬-৭ সপ্তাহ যে অনুশীলন ও ম্যাচ খেলেছেন, তার উল্টোটা করতে হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে।

কাজটা সহজ নয়। হয়তো সে কারণেই হেড কোচ ফিল সিমন্স বলেছেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ততো ভালো হয়নি।

তবে এমন নয় যে, ক্রিকেটাররা খেলার বাইরে শুয়ে বসে ছিলেন। তারা খেলার মধ্যেই ছিলেন। ফিটনেস লেভেল হয়তো ঠিকই আছে। বরং কারো কারো ওপর একটু বেশি ধকল গেছে। কারণ, ফাইনাল ও নকআউট পর্বে খেলা ক্রিকেটাররা গড়পড়তা ১২-১৩টি ম্যাচ খেলেছেন ৬ সপ্তাহে। একই সঙ্গে ছিল ভ্রমণ ক্লান্তিও। আজ ঢাকা, কাল সিলেট আর পরশু চট্টগ্রাম ছুটতে হয়েছে।

কোচের মন্তব্যে কেউ কেউ ভাবতে শুরু করেছেন, সত্যিই হয়তো বাংলাদেশ প্রস্তুতি না নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। আসলে কী?

আজ বুধবার মধ্যাহ্নে এই প্রশ্নের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিষ্কার বলে দেন, ‘আমার কাছে মনে হয় না, কোচ এরকম কোনো কিছু বুঝিয়েছেন।’

‘হ্যাঁ, ফরম্যাটের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয় না প্রস্তুতিতে ঘাটতি আছে যোগ করেন শান্ত।

শান্ত বোঝানোর চেষ্টা করেন, বিপিএলে ব্যাটাররা ভালো খেলেছেন। উইকেট ভালো ছিল। ভালো পিচে খেলার অভ্যাস তৈরি হয়েছে। টাইগার অধিনায়কের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট থাকবে আরও ভালো।

শান্ত বলেন, ‘বিপিএলে উইকেটটা ভালো ছিল। ব্যাটসম্যানরা ভালো খেলেছে। আমরা যে কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো আশা করছি এর চেয়ে ভালো উইকেট থাকবে।

ব্যাটসম্যানদের প্রস্তুতি ভালো হয়েছে, এমন দাবি করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কীভাবে ৫০-৬০, ৭০ থেকে ১০০, ১০০ থেকে ১২০-১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে।’

টাইগার ক্যাপ্টেনের আশা, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই দল গুছিয়ে নিতে পারবেন। ‘আমাদের হাতে এখনো ৬/৭ দিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারবো’- বলেন শান্ত।

এআরবি/এমএইচ/জেআইএম

Read Entire Article