প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, বললেন জবি শিক্ষার্থী

3 months ago 31
প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন। শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।  ইশতিয়াক হোসাইন বলেন, একরকম কিছুটা আতঙ্কিত আছি যে, মবের মাধ্যমে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হবে বলেছে। তারপরে আমাকে সমস্যা করবে বাসা থেকে বের হলে। একটা অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে এসব কথা বলেছে আমাকে। তিনি বলেন, আমাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। আমার বাসা থেকে আটক করা হয়। তবে মানসিক নির্যাতন বলতে আমাকে অনেক প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছিল।  এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও কোনো রাজনৈতিক দলে ছিলাম না, এখনো নাই। আমার ওই ধরনের কোনো সংশ্লিষ্টতাও নেই। এমনকি আমার মোবাইলে ডিজিটালের মাধ্যমে তারা চেক করেছে ওই ধরনের কোনো সংশ্লিষ্টতা পায়নি। আমার বাসায় জানানো হয়েছে শুক্রবার বিকেল ২টা বা তিনটার পরে। এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম।  এর আগে গত বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য প্রদানকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় ওপর দিকে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতল আঘাত করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায়। এই ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াক হোসাইনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরবর্তীতে শুক্রবার (১৬ মে) বিকেলে ইশতিয়াক হোসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। 
Read Entire Article