সংগীতশিল্পী প্রীতম হাসানে মুগ্ধ তানজিন তিশা! কেন মুগ্ধ, সেকথাও জানিয়েছেন অকপটে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। আর সেখানেই প্রীতমের পাশে বসেই তার প্রতি মুগ্ধতার কথা জানান তিশা। তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান... বিস্তারিত