প্রেমিককে ভিডিও পাঠিয়ে নিজেকে শেষ করলেন তরুণী

6 hours ago 6

প্রেমিককে ভিডিও পাঠিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, ওই তরুণী হলেন সুদীপ্তা মাইতি। শনিবার রাতে রাহুল নামে এক যুবককে একটি ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সেখানে তিনি তার প্রেমিককে গলার ফাঁস দেওয়ার কথা জানান। পরে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিবেকানন্দ পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন সুদীপ্তা। সেখানেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি। 

পুলিশ আরও জানায়, সুদীপ্তার ভিডিও বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাহুল। তিনিই প্রথম তরুণীকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তার চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে। ওই মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

Read Entire Article