প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?
বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন প্রায় তিন বছর ধরে সম্পর্কে আছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে। এবার আলোচনায় এসেছে তাদের সম্পর্কের নতুন দিক। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রেমিকার কাছেই নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন হৃত্বিক।
মুম্বাইয়ের বহুতল ভবন ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’-এর ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা। তবে প্রেমিকের বাড়ি বলেই যে বিনা ভাড়ায় থাকবেন, এমন নয়। বরং প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুনতে হবে তাকে।
প্রায় ১,১০০ বর্গফুট আয়তনের তিন রুমের ফ্ল্যাটটিতে রয়েছে আধুনিক ইন্টেরিয়র, সমুদ্রমুখী বারান্দা এবং বিলাসবহুল সব সুযোগ-সুবিধা। যদিও ওই এলাকায় সমপর্যায়ের ফ্ল্যাটের ভাড়া সাধারণত ২ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ প্রেমিকাকে অনেক কম ভাড়াতেই ফ্ল্যাটটি দিয়েছেন হৃত্বিক।
হৃত্বিক ও সাবার বয়সের ফারাকও আলোচনায় থাকে প্রায়ই। হৃত্বিক পঞ্চাশের কোঠায় পৌঁছালেও সাবার বয়স ৩৮। তবে এই সম্পর্ক ঘিরে বিতর্ক এড়িয়ে চলেন দুজনই। খ্যাতনামা তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাতারাতি আলোচনায় আসেন সাবা আজাদ। যদিও অভিনয়ের পাশাপাশি তার পারিবারিক শেকড় গভীরভাবে যুক্ত নাট্যচর্চার সঙ্গে।