প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে কোথায় যাচ্ছেন বাইডেন?

3 hours ago 2

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রোববার (১৯ জানুয়ারি) জো বাইডেনের শেষ পূর্ণ দিন। কারণ সোমবারই তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে বাইডেন সাউথ ক্যারোলিনা সফরে যাবেন। যেখানে তিনি মার্টিন লুথার কিংয়ের সম্মানে জাতীয় ছুটির দিনও পালন করবেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন চার্লসটনের রয়্যাল মিশনারি ব্যাপটিস্ট চার্চ পরিদর্শন করবেন।

আরও পড়ুন>

এছাড়াও তিনি শহরের আন্তর্জাতিক আফ্রিকান আমেরিকান মিউজিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সোমবার হচ্ছে যুক্তরাষ্ট্রে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কিংকে সম্মান জানাতে একটি জাতীয় ছুটির দিন। যিনি ব্ল্যাক আমেরিকানদের সমান অধিকারের লড়াইয়ে অহিংস প্রতিরোধে সমর্থন করেছিলেন। ১৯৬৮ সালে তাকে হত্যা করা হয়।

এদিকে বাইডেনের উত্তরসূরি হিসেবে সোমবারই শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন ট্রাম্প।

মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামের বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছেন ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

Read Entire Article