দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতে জান বের হয়ে যায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁও পিকেএসএফ মিলনায়তনে নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব তৈরি দুর্যোগও বেশি হয়। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার। সামনে আইএমএফ’র কাছে ৫ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করা হবে।
- আরও পড়ুন
দুর্বল পাঁচ ব্যাংক যেন গ্রাহকের দুঃস্বপ্ন
পাচার হওয়া হাজার কোটি টাকার ১১টি, দুইশ কোটির ১০১টি কেস চিহ্নিত
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে জানিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না।
তিনি বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোট বেলা থেকে সচেতন করতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদের প্রমুখ।
এমওএস/এমআইএইচএস/জেআইএম