দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড ‘প্লাইম্যাক্স’ নিয়ে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আর এন পাল) নতুন ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, বাংলাদেশে ইঞ্জিনিয়ারড উড প্রোডাক্টের চাহিদা দ্রুত বাড়ছে। ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও মানসম্পন্ন বিকল্প দিতে আমরা বাজারে এনেছি পার্টিকেল বোর্ড ‘প্লাইম্যাক্স’। আশা করছি, পণ্যটি গ্রাহকদের আস্থা অর্জন করবে।
তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে পার্টিকেল বোর্ডের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সরকার যদি কাঁচামাল আমদানি সহজ করে এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, তাহলে এ খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।
৩ হাজার কোটির বাজারে নতুন প্রতিযোগী
বাংলাদেশে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩ হাজার কোটি টাকা, যার বার্ষিক গড় প্রবৃদ্ধি ১২ শতাংশ। বর্তমানে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ দেশেই উৎপাদিত হয়, বাকি ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি করা হয় ভারত, চীন ও মালয়েশিয়া থেকে।
নরসিংদীতে উৎপাদন, বিনিয়োগ ২০০ কোটি
নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নিজস্ব কারখানায় ‘প্লাইম্যাক্স’ ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে আরএফএল। কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচগুণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
দেশের পণ্যমান উন্নত দেশগুলোর সঙ্গে না মেলায় রপ্তানি ব্যাহত হচ্ছে
ঢাকায় বাইসাইকেল চালানোর জন্য পৃথক লেন প্রয়োজন
এ খাতে আরএফএলের মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। বর্তমানে ৫০০ জন কর্মী কাজ করছেন এবং আগামী দুই বছরে আরও এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
মান ও বৈশিষ্ট্য নিয়ে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম জানান, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডে ব্যবহৃত হয়েছে প্যারাফিন মোম, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এতে ব্যবহৃত জিরো এমিশন আঠা শক্ত বন্ধন নিশ্চিত করে।
প্লাইম্যাক্স বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম othoba.com–এর মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে। প্রতিটি বোর্ডের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীন প্রমুখ।
ইএআর/এমকেআর/এএসএম