প্লে-অফের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে ফের যোগ দিতে পারেন জশ হ্যাজেলউড। কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ভারতে আসার অপেক্ষায় এই পেসার।
আইপিএল স্থগিত হওয়ার আগে বেঙ্গালুরুর শেষ ম্যাচ মিস করেছিলেন হ্যাজেলউড। এরপর বিরতির সময় দেশে ফিরেছেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতির অংশ হিসেবে ব্রিসবেনে প্রশিক্ষণ নিচ্ছেন।
'ক্রিকইনফো'র প্রতিবেদনে এসেছে, হ্যাজেলউড তার অনুশীলন সেশনে বেশ ভালো অনুভব করছেন, ফলে আইপিএলে ফিরতে পারেন। যদিও এখন পর্যন্ত এটি নিশ্চিত করা হয়নি।
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন হ্যাজেলউড। ১০ ম্যাচে ১৭.২৭ গড়ে ১৮ উইকেট নিয়েছেন তিনি। ফলে হ্যাজেলউড দলে ফিরলে স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর শক্তি বাড়বে।
বেঙ্গালুরুর এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে এবং লিগ পর্বে তাদের দুটি ম্যাচ বাকি আছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ এবং ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।
এমএমআর/জিকেএস

5 months ago
144









English (US) ·